Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile Court against illegal Brick Fild in Manikganj (All Upazila)
Details

মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করনে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদ ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল আলম। তাছাড়া অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ খালেদ হাসান ও প্রসিকিউশন প্রদানকারী হিসেবে পরিদর্শক জনাব মোঃ রুহুল আমিন। অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোট ০৪টি ইটভাটাকে স্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় কিলনের আগুন পানি দিয়ে নিভানো হয়। অবৈধভাবে পরিচালিত ০৪ টি ইটভাটা মালিকগণের নিকট হতে সর্বমোট ১০ (দশ) লক্ষ টাকা জারিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয়। ইটভাটাগুলো হচ্ছে যথাক্রমে মেসার্স খান ব্রিকস ম্যানুফ্যাকচারিং, মেসার্স বি. বি. ব্রিকস ম্যানুঃ কোং, মেসার্স তমা ব্রিকস ম্যানুঃ, মেসার্স মানিকগঞ্জ ব্রিকস। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণ। অবৈধ ইটভাটা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। তারিখঃ ০৪-১২-২০১৯ খ্রিঃ

Images
Attachments
Publish Date
04/12/2019
Archieve Date
31/12/2019