Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা প্রদানের পরিধি ও পদ্ধতিঃ

ক্রমিক নং

সেবা প্রদানের পরিধি

করণীয়

সেবা প্রদানের প্রাথমিক কার্যক্রম

গ্রাহক বা ভোক্তার

সেবা প্রদানের সর্বাধিক সময়

১।

শিল্প দূষণ

দূষণকারী শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিরআলোকেব্যবস্খা গ্রহণ

মাঠপর্যায়েপরিদর্শন/জরিপ পরিচালনা,উদ্বুদ্ধকরণ,নোটিশ প্রদান,প্রযোজ্য ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচfলনা অথবা পরিবেশ আদালতে মামলা দায়ের।

জনগণ

৫০ কার্যদিবস অথবা বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা

 

২।

পরিবেশগত ছাড়পত্র প্রদান

স্থাপিতব্য/বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান/প্রকল্পের আবেদনপত্র ও কারিগরীপ্রতিবেদনসমূহ (আইইই,ইআইএ,ইএমপি ইত্যাদি) পর্যালোচনাসহ সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ

আবেদনপত্রসহ কারিগরী প্রতিবেদনসমূহ(ইআইএ,ইএমপি

আইই ইত্যাদি)গ্রহণ, পর্যালোচনা, প্রকল্প এলাকাসহ পারিপার্শ্বিক পরিবেশ পরিদর্শন ওপরীক্ষা-নিরীক্ষা সম্পন্নকরণ

উদ্যেক্তা

 বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা (১৫ থেকে ৬০ কার্যদিবস

৩।

পরিবেশগত সমীক্ষা পরিচালনা এবং পর্যালোচনা

শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ (ইআইএ) প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং ইআইএ সম্পন্ন করার বিষয়ে পরামর্শ প্রদান; পরিবেশগত দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরুপণ।

সংশ্লিষ্ট ইআইএ প্রতিবেদন গ্রহণ, পর্যালোচনা, প্রকল্প এলাকাসহ পারিপার্শ্বিক পরিবেশ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নকরণ;

পরিবেশগত দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরুপণের লক্ষ্যে মাঠ পর্যায়ে সমীক্ষা পরিচালনা।

জনগণ

বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা (১৫ থেকে ৬০ কার্যদিবস) অথবা প্রযোজ্য ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমা

 

৪।

পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি

পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা

অভিযোগ/প্রতিকার প্রার্থনার আবেদনপত্র গ্রহণ, সরেজমিনে পরিদর্শন, তদন্ত কার্যক্রম পরিচালনা, প্রযোজ্য ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ।

জনগণ

তিন মাস

৫।

পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা সংরক্ষণ

নির্বিচারে পাহাড় এবং গাছপালা কর্তন রোধ

সরেজমিনে পরিদর্শন, তদন্ত কার্যক্রম পরিচালনা, প্রযোজ্য ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

জনগণ

১৫ কার্যদিবস

৬।

যানবাহন জনিত দূষণ নিয়ন্ত্রণ

যানবাহন জরিপ এবং দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

রাস্তায় চলাচলরত যানবাহন পরীক্ষা ও দূষণকারী যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

জনগণ

 

তাৎক্ষণিক

৭।

বায়ু ও পানির গুণগতমান পরিবীক্ষণ

দেশের বিভিন্ন এলাকায় বায়ু এবং নদী, পুকুর, টিউবওয়েল ও খাবার পানির গুণগতমান নির্ণয়ের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ

দেশের বিভিন্ন এলাকায় বায়ু এবং নদী, পুকুর, টিউবওয়েল ও খাবার পানির গুণগতমান নির্ণয়ের জন্য নমুণা সংগ্রহ, বিশ্রেষণ,ডেটা সংরক্ষণ ও প্রতিবেদন

জনগণ

নিয়মিত

৮।

জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন

জলবায়ু পরিবর্তন বিষয়ে  দেশীয় প্রেক্ষাপটে গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন,জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির বিষয়ে সকল পর্যায়ের জনগণের মাঝে সচেতনতা তৈরির কার্যক্রম বাস্তবায়ন ইত্যাদি।

জনগণ

নিয়মিত

৯।

জীব বৈচিত্র্য সংরক্ষণ

 দেশের জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জীবনিরাপত্তার ক্ষেত্রে কার্যক্রমগ্রহণ

পরিবেশগত সংকটাপন্ন এলাকায়  জনগণের অংশগ্রহণে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা;জীববৈচিত্র্য সনদের আওতায় কর্মকৌশল তৈরি ও বাস্তবায়ন;জীব নিরাপত্তার ক্ষেত্রে কর্মকাঠামো গঠন ও বাস্তবায়ন।

 

জনগণ

নিয়মিত

১০।

বিষাক্ত এবং বিপদজ্জনক রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহার সংক্রান্ত কার্যাবলী

বিষাক্ত এবং বিপদজ্জনক রাসায়নিক পদার্থের আমদানি,পরিবহন,ব্যবহার ইত্যাদি নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণ

বিষাক্ত এবং বিপদজ্জনক রাসায়নিক পদার্থের আন্ত:দেশীয় চলাচল ও মজুদ বিষয়ে সমীক্ষা পরিচালনা করা;এগুলোর নিরাপদ অপসারণ বা ধ্বংসের লক্ষ্যে কর্মকৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন।

 

জনগণ

 

১১।

ওজোনস্তর সুরক্ষা কার্যক্রম

ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যসামগ্রী (ওডিএস) নিয়ন্ত্রণে কর্মসূচি বাস্তবায়ন 

ওডিএস-এর আমদানি,ব্যবহার , মজুদ এবং নি:সরণ বিষয়ে সমীক্ষার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা। 

 

জনগণ

 

১২।

পরিবেশগত সচেতনতা বৃদ্ধি

পরিবেশ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বিষয়ক তথ্য সকলের কাছে সহজলভ্য করার লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা এবং পরিবেশসংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন

সচেতনতার উপকরণ হিসেবে পরিবেশ সংক্রান্ত পোস্টার, লিফলেট, বুকলেট, স্মরণিকা, টিভিস্পট, ডকুমেন্টারি, গণবিজ্ঞপ্তি ইত্যাদি তৈরি এবং প্রচার। এছাড়া জাতীয় পর্যাযয় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সেমিনার/মুক্ত আলোচনার আয়োজন এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়টি অন্তর্ভুক্তকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ।

 

জনগণ

নিয়মিত

১৩।

পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ

পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক/ সাংস্কৃতিক / অর্থনৈতিক গোষ্ঠীর সাথে অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ

বিভিন্ন সামাজিক /সাংস্কৃতিক /অর্থনৈতিক প্রতিষ্টানের প্রতিনিধিবর্গের সাথে সভার মাধ্যমে তাদেরকে পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করা এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক এর ভিত্তিতে অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ।

জনগণ

নিয়মিত

 

 

 

 

vবিস্তারিত তথ্যের জন্য পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট www.doe-bd.org  পরিদর্শন করা যেতে পারে।