শিরোনাম
মানিকগঞ্জ জেলার সিংগাইর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি দোকান থেকে মোট ৪১ কেজি পলিথিন জব্দ ও ২৫০০/- জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
বিস্তারিত
পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন, সিংগাইর এর সার্বিক সহযোগীতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান- এর নেতৃত্বে সিংগাইর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি দোকান থেকে মোট ৪১ কেজি পলিথিন জব্দ ও ২৫০০/- জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ী ও উপস্থিত ক্রেতাদের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিকগুলোর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।