পরিবেশ অধিদপ্তর
মানিকগঞ্জ জেলা কার্যালয়
৪২(নতুন),বেউথা সড়ক,মানিকগঞ্জ।
ফোন নং-০২-৭৭১১০৫৭
পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা অফিসের তথ্য
ক্রমিক নং |
নাম |
এখানে অফিসের পূর্ণ নাম লিখতে |
|||||||||||||
১। |
ছবি |
পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা অফিস |
|||||||||||||
|
|
|
|||||||||||||
২। |
অফিস পরিচিতি |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর ৪২ নতুন বেউথা সড়ক, মানিকগঞ্জ। doe.manikganj.gov.bd ফোন : ০২-৭৭১১০৫৭ |
|||||||||||||
৩। |
কি সেবা কিভাবে পাবেন |
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনীসহ), পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধনীসহ) এবং এতদসংক্রান্ত সরকারের প্রচলিত বিধি-বিধান /জারীকৃত প্রজ্ঞাপন/নোটিশ মোতাবেক নিম্নলিখিত পরিবেশগত সেবা প্রদান করা হয়ে থাকে:- ক) পরিবেশগত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান; খ) পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র প্রদান; গ) পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র নবায়ন; ঘ) পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ত্ত বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ।
|
|||||||||||||
৪। |
সেবা পাবার ধাপ |
১) পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ/ পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র/নবায়নের আবেদন গ্রহণ; ২) আবেদনের প্রেক্ষিতে পত্র/নোটিশ/পরামর্শ প্রদান; ৩) প্রকল্প /অভিযুক্ত স্থান সরেজমিন পরিদর্শন; ৪) পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটির সভায় সিদ্ধান্তের জন্য প্রেরণ; ৫) উর্ধ্বতন কর্তৃপক্ষ/সভার সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন।
|
|||||||||||||
৫। |
সিটিজেন চার্টার |
|
|||||||||||||
৬। |
গুরুত্বপূর্ণ প্রকল্প (যদি থাকে) |
প্রযোজ্য নq
|
|||||||||||||
৭। |
সাংগঠনিক কাঠামো |
পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা অফিসের সাংগঠনিক কাঠামো
অনুমোদিত জনবল: ১২ জন ১x উপ-পরিচালক ১x সহকারী পরিচালক ১x সিনিয়র কেমিস্ট ২x পরিদর্শক ১x হিসাবরক্ষক ১x ডাটাএন্ট্রি অপারেটর ২x নমুনা সংগ্রহকারী ১x ল্যাব এটেনডেন্ট ১x গাড়িচালক ১x এমএলএসএস (আউট সোর্সিং) |
|||||||||||||
৮। |
জনশক্তি |
অনুমোদিত জনবল : ১২ জন বর্তমানে পূরণকৃত জনবল : ০7জন শূন্য পদ সংখ্যা : ০5 জন
|
|||||||||||||
৯। |
বিঞ্জপ্তি |
(ঝ) শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের ক্ষেত্রে অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র : সবুজ ও কমলা-ক শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য – (১) নির্ধারিত ফরমে আবেদন। (২) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের সাধারণ তথ্যাবলী/ প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট/প্রজেক্ট প্রোফাইল। (৩) কাঁচামালসহ উৎপন্ন দ্রব্যেও প্রকৃত বিবরণ। (৪) নির্ধারিত ফরমে স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (মেয়র/চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার)। (৫) উৎপন্ন দ্রব্যের প্রসেস ফ্লো ডায়াগ্রাম। (৬) বর্জ নির্গমন/অপসারণ ব্যবস্থা। (৭) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের লে-আউট প্ল্যান। (৮) লোকেশন ম্যাপ (চৌহদ্দি, উল্লেখযোগ্য স্থাপনার দূরত্বসহ তথ্যাদি)। (৯) ট্রেড লাইসেন্স। (১০) হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট সার্টিফিকেট)। (১১) দাগ, খতিয়ান উল্লেখিত পূর্ণাঙ্গ মৌজা ম্যাপ (দাগ নম্বর চিহ্নিতকরণসহ)। (১২) জমির মালিকানা দলিল (মিউটেশন পর্চা)/ভাড়ার চুক্তিপত্র। (১৩) বিনিয়োগ বোর্ড/বিসিক এর নিবন্ধনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। (১৪) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষেও লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)। (১৫) কারখান প্রতিষ্ঠিত হওয়ার তারিখ উল্লেখপূর্বক বিনিয়োগ বোর্ড/ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় প্রত্যয়নপত্র। (১৬) বিধি মোতাবেক নির্ধারিত হারে পরিবেশগত ছাড়পত্র ফি কোড নং ১-৪৫৪১-০০০০-২৬৮১-এ সংশ্লিষ্ট ব্যাংকে জমাদানপূর্বক মূল চালান কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। (১৭) উদ্যোক্তা কর্তৃক আবেদনপত্র সহ দাখিলকৃত সকল কাগজপত্রে উদ্যোক্তার স্বাক্ষর ও সীল ব্যবহার করতে হবে। কমলা-খ ও লাল তালিকাভূক্ত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপর্যুক্ত কাগজপত্রসহ নিম্নবর্ণিত কাগজসমূহ অতিরিক্ত জমা দিতে হবে। (১৮) প্রাথমিক পরিবেশগত সমীক্ষা (আইইই) প্রতিবেদন যার সাথে পরিবেশগত প্রভাব নিরূপনের কার্যপরিধি (প্রস্তাবিত প্রকল্পের ক্ষেত্রে) অথবা পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি) প্রতিবেদন (বিদ্যমান প্রকল্পের ক্ষেত্রে)। (১৯) পরিবেশগত প্রভাব নিরূপন প্রতিবেদন (ইআইএ) (প্রযোজ্য ক্ষেত্রে)। (২০) বর্জ্য পরিশোধানাগার (ইটিপি) এর নকশাসহ সময়সূচী (কেবল প্রস্তাবিত প্রকল্পের ক্ষেত্রে) অথবা ইটিপির নকশাসহ উহার কার্যকারিতা সম্পর্কিত তথ্যাদি।
|
|||||||||||||
১০। |
যোগাযোগ |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর খাজা মোঃ রহমত আলী ভবন 42 bZzb, †eD_v †ivW gvwbKগঞ্জ| www.doe.gov.bd ফোন : 02-7711057 |
সেবা প্রদানের ধাপ:
![]() |
|||
![]() |
|